স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পালন

author-image
Harmeet
New Update
স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পালন


নিজস্ব সংবাদদাতাঃ বীর শহীদ ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার জন্মদিন অনুষ্ঠিত হল হলদিয়ার গিরিশ মোড়ে। কুমার চন্দ্র জানার 142 তম জন্মদিন পালিত হল। হলদিয়া গিরিশ মোড়ে কুমার চন্দ্র জানা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের দিনে 1881 সালে কুমার চন্দ্র জানা জন্মগ্রহণ করেন। 1973 সালে তাঁর মৃত্যু হয়। সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় হলদিয়া চৈতন্যপুর থেকে গিরিশ মোড় পর্যন্ত। চৈতন্যপুর-এ তাঁর মূর্তিতে মাল্যদান করা হয় এবং গিরিশ মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সবথেকে আকর্ষনীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার জন্মদিন উপলক্ষে দিনভোর ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলা তথা হলদিয়ার জনক ছিলেন কুমার চন্দ্র জানা। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় সারা রাজ্যে তার স্বাধীনতার অধিকার পাওয়ার আন্দোলন ছড়িয়ে পড়েছিল।