New Update
/anm-bengali/media/post_banners/V39yY681oDdoOOj7knfr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা তিনটি ডার্বি জিতেছে মোহনবাগান। ৩-০ গোলে ডার্বির মাঠ থেকে ছিটকে ফেলে দিয়েছে লাল-হলুদকে। তারপরেও জনি কাউকোর মনে আক্ষেপ রয়ে গেল দর্শকদের সামনে খেলতে পারেননি বলে। তিনি বলেন, " এই ম্যাচ ঘিরে দর্শকদের কতটা আবেগ জড়িয়ে থাকে জানি। ভালো লাগত যদি মাঠে আসতে পারতেন তারা।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us