নিজস্ব সংবাদদাতা : সিপিএম বাড়ির মেয়ে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়ের বাড়ির বউ তিনি। তাঁর স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায়। ৭৩ নং ওয়ার্ডে পুরভোটে তৃণমূলের প্রার্থী এবার কার্তিক পত্নী কাজরী। ৭৩ নং ওয়ার্ডেরই মেয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়। মা সিপিএমে। মেয়ে তৃণমূলে। তাঁর মা ভারতী সেনগুপ্ত সিপিএম নেত্রী হলেও মেয়ের হয়ে প্রচারে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এক দলে থেকে অন্য দলের হয়ে প্রচারের অনুমতি মেলেনি।