'অবৈধ দখলদারি রুখতেই এই অভিযান', পল্লব ব্যানার্জি

author-image
Harmeet
New Update
'অবৈধ দখলদারি রুখতেই এই অভিযান', পল্লব ব্যানার্জি


হরি ঘোষ,পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা এরিয়ায় ইসিএলের কুমারডিহি বি কোলিয়ারির উদ্যোগে খনি এলাকায় ক্ষতিগ্রস্ত আবাসনগুলিকে ভেঙ্গে ফেলার কাজ শুরু করা হল। এই অভিযানের সঙ্গে থাকা সংশ্লিষ্ট কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার পল্লব ব্যানার্জি জানান ,"আবাসনগুলির অবস্থা খুবই সংকটজনক ছিল এবং এই আবাসনগুলিতে ইসিএলের কর্মরত একজন মাত্র ছিলেন তাঁকে ইতিমধ্যেই অন্যত্র সরানো হয়েছে। এছাড়াও যে সকল দখলদার ছিলেন, পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাঁদের দখলমুক্ত করেছেন। সঙ্কটজনক অবস্থায় থাকা এই আবাসনগুলিতে অবৈধভাবে বাস করছিল বেশ কয়েকজন। যে কোনও সময় দুর্ঘটনা ঘটলে দায় ইসিএলের ওপরই পড়ত এ কারণেই এই অভিযান"।