New Update
/anm-bengali/media/post_banners/kjX02pcOFi3rbJiPgbGR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইসরাইল ও জর্দানের মধ্যে জল এবং বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্দানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
এই চুক্তি বাস্তবায়ন হলে এটি হবে জর্দান ও ইসরাইলের মধ্যে এযাবতকালের সবচেয়ে বড় চুক্তি। ২৭ বছর আগে জর্দান এবং ইসরাইল শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্দান ইসরাইলকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে ইসরাইল থেকে পাবে ২০ কোটি ঘণমিটার লবণ মুক্ত জল। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us