New Update
/anm-bengali/media/post_banners/nqmERsoRppGL5pcRNAze.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগের দিন ডার্বির মাঠে মোহনবাগান তিন গোলে নিজের জয় ছিনিয়ে আনে ইস্টবেঙ্গলের থেকে। ডার্বির ১০০ বছরে ইতিহাসের পাতায় নাম তোলাল সবুজ-মেরুন বাহিনী। মোহনবাগানের খেলা দেখেই বোঝা গিয়েছিল তাঁরা জেতার জন্য ছক কষেই মাঠে নেমেছে। তাঁদের গোল করার স্ট্র্যাটেজি নিয়ে তাঁদের কোচ হাবাস বলেন, "শৃঙ্খলা ও মানসিকতার দিক থেকে আজ আমাদের ছেলেরা কমপ্লিট পারফরম্যান্স দেখিয়েছে। আজ আমাদের পরিকল্পনাই ছিল গোল দেব কিন্তু গোল খাব না। গত ম্যাচে দু গোল খেতে হয়েছিল আমাদের। এটা ভালো নয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us