কোভিড মোকাবিলায় আরও কড়া রাজ্য

author-image
Harmeet
New Update
কোভিড মোকাবিলায় আরও কড়া রাজ্য

নিজস্ব সংবাদদাতা : পরিস্থিতির উন্নতি ঘটাতে অর্থনীতি, সামাজিক, বিনোদন ও সাংস্কৃতিক কর্মবিধি সচল করার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এরকম পরিস্থিতিতে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, যাদের টিকার ডোজ সম্পূর্ণ হয়েছে তারা ছাড়া বাকিদের জন্য জারি থাকবে বেশকিছু নিষেধাজ্ঞা। নতুর নির্দেশিকায় সরকার বলেছে, মার্কেট, শপিং মল, বিয়েবাড়ি বা কোনো জমায়েতে যেতে হলে টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদেরই পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসে চড়ার অনুমতি রয়েছে। বিদেশ থেকে যারা রাজ্যে প্রবেশ করবেন তাদের কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। রাজ্যের মধ্যে হলে, টিকাগ্রহণ সম্পূর্ণ করতে বলা হয়েছে। নয়তো,করোনার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে। যাত্রার ৭২ ঘণ্টার আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। মহারাষ্ট্র সরকার সিনেমা হল, বিয়ে বাড়ি, মাল্টিপ্লেক্স, থিয়েটার মঞ্চে ৫০ শতাংশ মানুষের উপস্থিতিতে ছাড় দিয়েছে। খোলা আকাশের নিচে কোনো অনুষ্ঠান হলে একসঙ্গে ২৫ শতাংশের বেশি উপস্থিতিতে নিষেধাজ্ঞা রয়েছে। কোভিড বিধি লঙ্ঘিত হলে ৫০০ টাকা করে জরিমানা ধার্য করা হবে। যদি কোনও ব্যক্তি সংস্থার অভ্যন্তরে কোভিড প্রোটোকলমেনে না চলেন বলে খবর পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষের কাছে কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকেই নয়, জরিমানা (১০,০০০)আরোপ করা হবে প্রতিষ্ঠানের ওপরেও। পাবলিক ট্রান্সপোর্টে যদি কারও মুখে মাস্ক না থাকে সেক্ষেত্রেও ৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে।