স্বাভাবিকের পথে টমেটোর দাম

author-image
Harmeet
New Update
স্বাভাবিকের পথে টমেটোর দাম

নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টিপাতে কমে গিয়েছিল আমদানি। ফলে রাজধানীতে অনেকটাই দামী হয়ে উঠেছিল রোজদিনের মেনুতে থাকা টমেটো। তবে এবার দাম কমছে। ওখলার পাইকারি বাজারের এক টমেটো বিক্রেতা জানিয়েছেন, কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।