দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ ধান প্রতি কুইন্টাল ২৫০০ টাকা দরে সরকারকে কিনতে হবে, উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা, প্রতি অঞ্চলে স্থায়ীভাবে একাধিক ক্যাম্প স্থাপন করে ধান কেনার ব্যবস্থা করা, পিতার মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের কাছ থেকে ধান কেনার জন্য সরল পদ্ধতি অবলম্বন করা, জমির মালিক ভাগচাষীদের লিখিত কাগজ দিলে ভাগ চাষীদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করা সহ ৭ দফা দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা খাদ্য দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠন। বিক্ষোভ ডেপুটেশনের আগে মেদিনীপুর স্টেশন থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে।