নিজস্ব সংবাদদাতাঃ সদ্য মুক্তি পেয়েছে দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত 'বব বিশ্বাসের' ট্রেলার। তা দেখে মুগ্ধ দর্শকের বড় অংশ। জেপি দত্তর ‘রিফিউজি’ দিয়ে যাঁর ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছিল। ডেবিউ ছবি নিয়ে আজীবন কিছু আফসোস থেকে যাবে অভিষেকের। সদ্য এক সাক্ষাৎকারে সে কথাই তুলে ধরলেন তিনি। অভিষেক বলেন, “আমার খুব কম আফসোস রয়েছে। আমি মনে করি যখন ‘রিফিউজি’-তে ডেবিউ করেছিলাম তখন মহান জেপি দত্তর সঙ্গে কাজ করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এমন মহান পরিচালকের সঙ্গে প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এটা অত্যন্ত সম্মানের। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুতির প্রয়োজন। জেপি সাহেব আমার পরিবার। আমি তাঁকে ভালবাসি। আমার আরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল। ওঁর জন্য হয়তো আরও ভাল পারফর্ম করতে পারতাম।”