New Update
/anm-bengali/media/post_banners/83RftANXBAawkPJsw5hE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘোষণা করল কংগ্রেস। 'মূল্যবৃদ্ধি হটাও' মিছিলের নেতৃত্ব দেবে কংগ্রেস বলে জানা গিয়েছে। ১২ ডিসেম্বর দিল্লিতে 'মহাঙ্গাই হটাও' অর্থাৎ মূল্যবৃদ্ধি দূর হঠাও সমাবেশের আয়োজন করবে কংগ্রেস। দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং দলের নেতা রাহুল গান্ধী সমাবেশে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োনীয় জিনিসের দাম। যার জেরে মাথায় হাত পরেছে সাধারন মানুষের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us