নিজস্ব সংবাদদাতা : ১৩ বছর আগে আজকের দিনে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু পুরীতে পরিণত হয়েছিল মুম্বই। সেই আতঙ্ক আজও স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মুম্বই হামলার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আজমল কাসভের যে ফোনটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ তা নষ্ট করে দিয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন কমিশনার পরম বীর সিং। এমনই অভিযোগ করেছেন একজন অবসরপ্রাপ্ত সহকরী পুলিশ কমিশনার। গত জুলাইতে শামসের সিং পাঠান মুম্বই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার তদন্তের জন্য অনুরোধ জানান পরম বীর সিংয়ের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের জন্য।