গুলপুর সেক্টর থেকে আটক এক পাকিস্তানী যুবক

author-image
Harmeet
New Update
গুলপুর সেক্টর থেকে আটক এক পাকিস্তানী যুবক

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার গুলপুর সেক্টরে চাবিলা পোস্টের কাছে থেকে ১ পাকিস্তানী যুবককে গ্রেফতার করে ভারতীয় সেনাবাহিনী। সেনা সুত্রে জানা যায়, ওই পাকিস্তানী যুবকের নাম  মোহাম্মদ আসমাদ সুদান। তাঁর বাড়ি রাওয়ালকোটের তেত্রিনাট গ্রামে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ৩/৩ জিআর-এর হেফাজতে রয়েছে ওই যুবক। কেন সে বর্ডার পাড় করে এদেশে এসেছিল তা খতিয়ে দেখেছে সেনা।