নিজস্ব সংবাদদাতাঃ পিরিয়ডের সঙ্গে সেক্সের কোনও শত্রুতা নেই। মাসের ওই কটা দিন যেন যত জ্বালা-যন্ত্রণা। পেটে, কোমরে অসহ্য যন্ত্রণা যেন জমাট বেঁধে রয়েছে। কোনও নড়নচড়ন নেই। সেইসময় আরাম দিতে পারে যৌনতা। গবেষণা বলছে, অর্গাজমের ফলে যন্ত্রণার অনেকখানি উপশম হয়।