পেট্রোলিয়াম জেলি-লুব্রিকেটর!

author-image
Harmeet
New Update
পেট্রোলিয়াম জেলি-লুব্রিকেটর!


নিজস্ব সংবাদদাতাঃ শারীরিক মিলনের চরমতম আনন্দ উপভোগ করার জন্য লুব্রিকেটর ব্যবহার করেন অনেকেই। কিন্তু যদি লুব্রিকেটর না থাকে, সেক্ষেত্রে অনেকেই কাজ চালানোর জন্য পেট্রোলিয়াম জেলি বা ওই জাতীয় কোনও ক্রিম বা লোশন ব্যবহার করে থাকেন। প্লিজ এটা করবেন না। ফাটা ঠোঁটে কখনও পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দেখেছেন? একটা কোটিং তৈরি হয়ে যায়! যদি আপনি যোনিপথে লুব্রিকেটর হিসেবে পেট্রোলিয়াম জেলি লাগান তাহলে সেখানেও একটা কোটিং বা আস্তরণ পড়তে পারে যা পরে যেকোনো জীবাণুসংক্রমণে পরিণত হতে পারে।