দাম কমাতে তেলের ভাণ্ডারে হাত দিচ্ছে যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
দাম কমাতে তেলের ভাণ্ডারে হাত দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ তেলের দাম বাড়তে থাকায় এবং সেইসাথে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমছে। এই অবস্থায় তেলের দাম কমাতে নিজ দেশের রিজার্ভ থেকে তেল ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।


মঙ্গলবার এই ঘোষণা আসতে পারে। পাইপলাইন সমস্যাসহ নানা কারণে জ্বালানি সংকট দেখা দিলে ঐ নির্দিষ্ট সময়ের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের তেলের ভাণ্ডার আছে, যা ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ বা এসপিআর নামে পরিচিত।


 
এই এসপিআর থেকে তেল কোম্পানিগুলোকে অশোধিত তেল ধার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তেল সুদসহ ফেরত দিতে হবে।


একই কাজ করতে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানকেও অনুরোধ করেছে বাইডেন প্রশাসন। জাপান ও ভারত এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।

এর আগে দাম কমাতে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক ও তার সহযোগী দেশগুলোকে (যেমন রাশিয়া) উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কাজ হয়নি।

তাই এবার নিজ ভাণ্ডারে হাত দিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে আরো তিনবার এসপিআর থেকে তেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথমবার ১৯৯১ সালে গাল্ফ যুদ্ধের সময়। পরে ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার পর এবং সর্বশেষ ২০১১ সালে ওপেক সদস্য লিবিয়ায় যুদ্ধ চলার সময় এসপিআর থেকে তেল নেওয়া হয়েছিল। 

তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ কতটা সফল হবে সেটা নির্ভর করছে দেশটি এসপিআর থেকে কতটা তেল ছাড় করছে তার উপর। কিন্তু সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।