অত্যধিক ভেজা ভ্যাজাইনায় বিরক্ত?

author-image
Harmeet
New Update
অত্যধিক ভেজা ভ্যাজাইনায় বিরক্ত?


নিজস্ব সংবাদদাতাঃ প্রায় সকল মহিলাই কম-বেশি ভ্যাজাইনাল ডিসচার্জ সমস্যার সম্মুখীন হয়েছেন। মহিলাদের তেমনই একটি সমস্যা হল যৌনাঙ্গের ভিজে থাকা বা ভ্যাজাইনাল ডিসচার্জ। এখন প্রশ্ন যৌনাঙ্গের কী সবসময় ভিজে থাকাটাই স্বাভাবিক? না এটি কোনও সমস্যার দিকে ইঙ্গিত করছে? জেনে রাখুন ভ্যাজাইনা যদি সবসময় শুকনো থাকে, তা হলে তা চিন্তার বিষয়। অতএব যৌনাঙ্গের ভেজা ভাব স্বাভাবিক।