/anm-bengali/media/post_banners/Y66l5cMUE7S7v1aUpP03.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়া ঠেকাতে নতুন লকডাউন ঘোষণার পর নেদারল্যান্ডসে আবারো নতুন করে বিক্ষোভ হয়েছে। দ্য হেগ শহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে জ্বলন্ত আতসবাজি ও পটকা ছুঁড়েছে এবং সাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগে শুক্রবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রটারডামে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নিলে পুলিশ গুলি চালায়।ক্রোয়েশিয়া এবং ইতালিতে নতুন বিধিনিষেধ জারির ঘোষণায় ক্ষুব্ধ হাজার হাজার বিক্ষোভকারী পথে নামে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে তারা ‘অত্যন্ত উদ্বিগ্ন’।
সংস্থার ইউরোপ অঞ্চল প্রধান হান্স ক্লুগ বলেছেন, ইউরোপ জুড়ে যদি কঠোর পদক্ষেপ নেয়া না হয়, তাহলে আগামী মার্চ নাগাদ ইউরোপে মৃত্যুর সংখ্যা আরো পাঁচ লাখ বেড়ে যেতে পারে। ইউরোপে আবারো মানুষের মৃত্যুর এক নম্বর কারণ হয়ে উঠেছে কোভিড-১৯।
তিনি আরো বলেছেন, এই ভাইরাসের মোকাবেলা করতে ‘কী করা দরকার সেটা আমরা জানি’ যেমন ভ্যাকসিন নেয়া, মাস্ক পরা এবং কোভিড পাস ব্যবহার করা।ইউরোপের বিভিন্ন দেশের সরকার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আনছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে সম্প্রতি প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us