New Update
/anm-bengali/media/post_banners/tmd9liM5X3qdI4UsIZQ3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লাল-হলুদ শিবির হোঁচট খেয়েই শুরু করল আইএসএল যাত্রা। প্রথম ম্যাচ ছিল জামশেদপুরের বিরুদ্ধে। ১-১ গোলে ড্র হয়ে ম্যাচ থামল। খেলায় ম্যানুয়েল দিয়াজ খুশি হলেও আন্তেনিও পেরোসেভিচ খুশি নন। তিনি বলেন, "আমরা খুব তাড়াতাড়ি উন্নতি করছি আরও করতে হবে। হোটেল, মাঠ নিয়ে সমস্যা ছিল। একাংশ তৈরি নই। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা তৈরি হয়ে যাব। আশা করি ডার্বি ম্যাচে আরও ভালো খেলব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us