নদীকে বাঁচানোর দাবিতে ইরানের রাস্তায় হাজার-হাজার মানুষ

author-image
Harmeet
New Update
নদীকে বাঁচানোর দাবিতে ইরানের রাস্তায় হাজার-হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ কবি লিখেছিলেন, ‘দাও ফিরায়ে সে অরণ্য, লও ও নগর’। এবার সেই স্লোগানই শোনা গেল ইরানের বাসিন্দাদের গলায়। তবে অরণ্য নয়, নদীকে বাঁচানোর দাবিতে পথে নামলেন তাঁরা। উত্তাল হল ইরানের ইসফাহান প্রদেশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেল ইরানের হাজার-হাজার নাগরিককে। ইরানের ইসফাহান প্রদেশের প্রধান নদী জায়ানদেহ রুদ। নাগরিকদের অভিযোগ, সরকারি উদাসিনতায় শুকিয়ে গিয়েছে সেই নদীটি। যার জেরে বেজায় বিপাকে পড়েছেন সেই প্রদেশের বাসিন্দারা। বিশেষ করে কৃষিজীবীরা। নদী হারিয়ে যাওয়ায় লাটে উঠেছে তাঁদের জীবিকা। প্রভাব পড়ছে পরিবেশেও। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলেন তাঁরা।