New Update
/anm-bengali/media/post_banners/yACgYq6UGr0tA34BcyZc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হেমন্তের আমেজের মাঝে শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ। এদিন খেলা শুরু হওয়ার পর থেকে দর্শকরা বেরিয়ে না যাওয়া পর্যন্ত গোষ্ঠ পাল সরণি, রেড রোড, কিংস ওয়ে, অকল্যান্ড রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। ইডেনের দর্শকদের জন্য রেড রোডের দুপাশে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ চলাকালীন স্ট্র্যান্ড রোডের আংশিক খোলা থাকবে বাস বা গাড়ি চলাচলের জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us