New Update
/anm-bengali/media/post_banners/agH5SeWR4OhZOX9asFl7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১২টা ম্যাচের মধ্যে ৬টা ম্যাচ জিততে পেরেছে। প্রথমে লিভারপুলের কাছে ৫-০ গোলে হার ও নভেম্বরের শুরুতে ২-০ গোলে সিটির কাছে হার ওলে-র উপর এক বড়ো প্রশ্ন চিহ্ন তুলেছে। সেই ঘটনাকেই কেন্দ্র করে এদিন গ্যারি নেভিল বলেন তিনি আরও বেশি 'কুৎসিত' হতে পারেন যদি আন্তর্জাতিক বিরতির মধ্যে ওলে এই অধঃপতনের জবাবদিহি না করতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us