​দেবাশিস বিশ্বাস,কোচবিহারঃ প্রায় এক বছরের অপেক্ষা শেষে পুনরায় পুরনো ছন্দে ফিরে এসেছে কোচবিহার রাসমেলা। তাই রাস্তায় পরিবহন সমস্যা যাতে না হয়, তার দায়িত্ব নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, 'মেলা শুরু হলে মেলায় ভিড় বাড়তে শুরু হবে, তখন থেকে প্রতিটি মুহূর্ত মহকুমা এবং পার্শ্ববর্তী এলাকা গুলিতে অতিরিক্ত গাড়ি চালাবে সংস্থা। থাকবে অধিক রাত্রে যাত্রী পরিষেবার ব্যবস্থা। কোচবিহারের বেশকিছু গ্রামের রিমোট এলাকাতেও পৌঁছে যাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা'। কোচবিহার, নিম্ন আসাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এর বাসিন্দারা অতি সহজেই সরকারি বাসে রাসমেলা ঘুরতে পারবেন বলে দাবি করেছেন পার্থপ্রতিম।