/anm-bengali/media/post_banners/hK79NioDYl7qxu4Ro9rU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকালে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরে কৃষকদের আন্দোলনের কাছে অবশেষে নতি স্বীকার কেন্দ্রের। এদিন দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে মোদী বলেন, ‘হয়তো আমাদের তপস্যাতেই খামতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে’। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে সরব অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঝাঁঝালো সুরে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মতামত জাহির করেন। এদিন কঙ্গনা লেখেন, ‘দুঃখিত, লজ্জিত, এটা এক্কেবারে বেঠিক। যদি মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আইন বানাতে শুরু করে,পার্লামেন্টে নির্বাচিত সরকারের বদলে তাহলে এটাও জিহাদিদের রাষ্ট্র।সকলকে শুভেচ্ছা যাঁরা এমনটাই চেয়েছিলেন’। অপর একটি পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি শেয়ার করে ‘মনিকর্ণিকা’ অভিনেত্রী লেখেন, ‘যখন রাষ্ট্রের বিবেক গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন লাঠিই ছিল শেষ কথা আর একনায়কতন্ত্রই একমাত্র সমাধান… শুভ জন্মবার্ষিকী ম্যাডাম প্রাইম মিনিস্টার’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us