New Update
/anm-bengali/media/post_banners/zIzMIQmKYNhsyCqF7XTZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনি কী হাইকিং ও অ্যাডভেঞ্চারপ্রেমী? তাহলে ঘুরে আসুন কানাডার ক্যালগারিতে। ক্যালগারির চারপাশে আপনি হাইকিং করতে পারেন। সেইসঙ্গে দেখতে পারবেন সুউচ্চ রকি পর্বতমালা যা সত্যিই আপনাকে আনন্দ দেবে।
দেখলে মনে হবে যেন সৌন্দর্য এখানে উজার করে দিয়েছে প্রকৃতি। এই হাইকিং আরও অ্যাডভেঞ্চারে ভরে ওঠে যখন পাশেই দেখতে পাওয়া যায় বিখ্যাত বো নদী।
গাড়ি থাকলেও গোটা জায়গাটি আপনি পায়ে হেঁটে বেশি উপভোগ করতে পারবেন। প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার কথা কখনও ভোলা উচিৎ নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us