বিএসএফ নিয়ে মন্তব্যের জের!

author-image
Harmeet
New Update
বিএসএফ নিয়ে মন্তব্যের জের!

নিজস্ব সংবাদদাতাঃ বিএসএফের বিরুদ্ধে মন্তব্য করে জোর চর্চায় দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এই পরিস্থিতিতে ফোনে বিধায়ককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলেই খবর। উদয়ন গুহকে করা হুমকি ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ প্রাইভেট নম্বর থেকে ফোন যায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর কাছে। বিধায়ক জানিয়েছেন, প্রথমে তাঁকে ফোনে ইংরাজিতে জিজ্ঞেস করা হয় বিধানসভায় কারা বিএসএফ নিয়ে মন্তব্য করেছেন। সেই সময় উদয়ন জানতে চান, ফোনের ওপ্রান্তে কে রয়েছেন। অভিযোগ, সেই সময় হিন্দিতে বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনা প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “প্রাইভেট নম্বর তো সকলে পান না। আমার ধারণা এর নেপথ্যে উচ্চপদস্থ কেউই রয়েছেন। কোনো হিন্দিভাষী বিধায়ক অথবা সাংসদ ও হতে পারেন।” দিনহাটার বিধায়ক জানিয়েছেন, শুক্রবারই এ বিষয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি।