জানুন ধনু থেকে মীন রাশির ভাগ্যফল

author-image
Harmeet
New Update
জানুন ধনু থেকে মীন রাশির ভাগ্যফল

নিজস্ব সংবাদদাতাঃ ধনু- দিন অনুকূল। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। নতুন কিছু করার কথা চিন্তা করবেন, যার ফলে আর্থিক লাভ হবে। কাজের ভালো পরিণাম পাবেন। 

মকর- দিন ভালো। অফিসে কারও সঙ্গে অযথা কথা বলবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগ আপনার কাজ নষ্ট করে দেবে। সম্পত্তিতে লগ্নির কথা ভেবে থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শিল্পকলা ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যাক্তিদের জন্য দিন ভালো।                                                                                                                                             কুম্ভ- কাজে বাধা আসায় মেজাজ বিগড়ে যাবে। মায়ের সম্পত্তির পক্ষে আইনি বিষয়ে গতি আসতে পারে। ব্যবসা ঠিকঠাক থাকবে। বাড়ির কাজে ব্যস্ত থাকবেন।                    মীন- ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছায় সমস্যা বাড়তে পারে। টানাপোড়েনের কারণে কাজে মনোনিবেশ করতে পারবেন না। চাকরি ও ব্যবসায় তাড়াহুড়ো করবেন না। ঝুঁকি এড়িয়ে যান।