New Update
/anm-bengali/media/post_banners/ACaPTDSIiVduqEwZ7F9N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিনে দিনে বেড়েই চলেছে দিল্লির বায়ু দূষণ। বায়ু দূষণকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলছে। কিন্তু এবারে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সূর্য কান্ত বলেন, " আমরা কৃষকদের দুর্দশা দেখছি। কী কারণে তারা এই কাজ করছেন? কেন তারা নিয়ম মানতে পারছেন না? আমরা সেদিকে দেখছি না। দিল্লির পাঁচতারা হোটেলে বসে থাকা কিছু মানুষ কৃষকদের দোষারোপ করছেন। যেখানে এই পরিস্থিতির জন্য ৪শতাংশ কি ৫শতাংশ মানুষ দায়ী।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us