নিজস্ব সংবাদদাতাঃ স্কুল খোলার প্রথম দিনে সেখানে পৌঁছতে স্কুলগাড়ি আর স্কুলবাস এড়িয়ে গেল পড়ুয়াদের একটি বড় অংশ। যার ফলে মঙ্গলবার হাতে গোনা কিছু পড়ুয়াকে নিয়েই ছুটতে দেখা গেল বেশির ভাগ স্কুলবাস এবং স্কুলগাড়িকে। নামী স্কুলগুলির বাস পরিষেবা প্রায় স্বাভাবিকই রয়েছে। আগামী দিনে সব শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসতে শুরু করলে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন বাস সংগঠনের প্রতিনিধিরা।