/anm-bengali/media/post_banners/QDmtQOK3NnmXUjJBFzBN.jpg)
রাহুল পাসোয়ান, সালানপুর: সালানপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের দাবিতে মোট ১২ দফা দাবিকে সামনে রেখে সালানপুর বিডিও অফিসে সালানপুর বিডিও অদিতি বসুর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হলো। তাদের বক্তব্য যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারই প্রতিবাদে আজ সালানপুর বিডিও অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসুর কাছে একটি স্মারকলিপি জমা দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। প্রথমত তাদের দাবী হলো, খাসজমিতে বসবাসকারী আদিবাসী মানুষদের কোনভাবেই উচ্ছেদ করা যাবে না, খাসজমি দখলকারী আদিবাসী ও গ্রামের মানুষকে পাট্টা দিতে হবে, আদিবাসী গ্রামের শ্মশানকে রেকর্ড করতে হবে, সালানপুর ব্লকে সহকারী বন ধ্বংস করা যাবে না, মাজ্ঞহীপ্রথা কে মান্যতা দিতে হবে, আদিবাসী সাঁওতাল মেয়েদেরকে গ্রাম্য মাজ্ঞহী নিয়ম ছাড়া কোর্ট ম্যারেজ বিবাহ চলবে না। এই সমস্ত একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ সালানপুর বিডিও অফিসে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের স্মারকলিপি জমা দেন।
এই বিষয়ে তাদের প্রতিনিধি হিসেবে মতিলাল সরেন এবং আদিবাসী সমাজের আসানসোল দুর্গাপুর কো-অর্ডিনেশন কমিটির সেক্রেটারি সুনীল টুডু, সালানপুর ব্লক আদিবাসী সম্প্রদায়ের সেক্রেটারি বাবু রাম টুডু, সালানপুর ব্লকের আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের ভেতর জান ও বিডিও হাতে স্মারকলিপি জমা দেন। সেইখানে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিকে স্মারকলিপি জমা দিয়ে তারা সকলেই খুবই খুশি হন। কারণ তাদের বক্তব্য, "সালানপুর বিডিও আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদের জন্য যথেষ্ট চিন্তা ভাবনা করেন এবং আমাদের সব দাবি-দাওয়া যে স্মারকলিপি আমরা জমা দিয়েছি তা উপযুক্ত স্থানে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছে। তাছাড়াও অনেক বিষয়ে আমরা আদিবাসীরা জানতাম না সেইসব বিষয়গুলিও আমাদেরকে জানিয়েছেন"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us