জয়ন্ত জানা, খড়দহ : খড়দহে প্যারাগন ক্রিকেট গ্রাউন্ডে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল ‘দ্য ক্যালকাটা চ্যাম্পিয়নস (টিসিসি)’, সরাসরি খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন ভারতীয় টিম ম্যানেজার-বিশিষ্ট আইনজীবী বিশ্বরূপ দে কে। সশরীরে আমন্ত্রণ রক্ষা করতে না পারলেও ফোনেই প্রতিযোগী থেকে আয়োজকদের শুভেচ্ছা বার্তা জানালেন টুর্নামেন্টের জন্য। তিনি বলেন, “মানুষ কাজের ফাঁকে যে ক্রিকেট খেলছে, এবং ক্রিকেটের প্রসার ঘটছে এটাই সবথেকে বড় কথা। ক্রিকেট খেলার যে উন্মাদনা, যে উৎসাহ, এটা কিন্তু অন্য খেলাধুলোয় নেই। তারা নিজের পেশার বাইরে গিয়ে ক্রিকেটকে ভালোবাসেন বলে, সবুজ মাঠে তারা নেমে পড়েছেন। এইরকম টুর্নামেন্টই ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা তৈরি করে।”