New Update
/anm-bengali/media/post_banners/kLKkXd1LGxMurYAeoyHK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেট (খোরাসান)-এর মধ্যে তুঙ্গে সংঘাত। একে অপরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে দুই সুন্নি জঙ্গি সংগঠন। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে যে ছোট ছোট জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে একটি নতুন জেহাদি জোট তৈরি করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এদের উদ্দেশ্য, তালিবানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। ইসলামিক স্টেট (খোরাসান) ও তালিবানের থেকে পৃথক ছোট ছোট জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলায় এনেছে আইএসআই। এই দলগুলি আরও নৃশংস, গোঁড়া এবং তালিবানের ঘোর বিরোধী। এই ধরনের জঙ্গিদের কাজে লাগিয়ে তালিবানকে ভিতর থেকে দুর্বল করার কাজ শুরু করে দিয়েছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থাটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us