New Update
/anm-bengali/media/post_banners/l8sncGUlNkT7hABO6IU2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের হয়ে যথারীতি ওপেন করতে নামেন ডারিল মিচেল ও মার্টিন গাপ্তিল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন গাপ্তিল। প্রথম ওভারে ৯ রান ওঠে। কোনও উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে ২৩ রান তুলেছে। মার্টিন গাপ্তিল ১৩ বলে ১১ রান করেছেন। ডারিল মিচেল করেছেন ৫ বলে ১১ রান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us