স্বপ্ন মহাকাশে যৌনতার!

author-image
Harmeet
New Update
স্বপ্ন মহাকাশে যৌনতার!


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের অ্যাডেলি আর রবি। দু’জনেরই ইচ্ছে মহাকাশ ভ্রমণের। কিন্তু এতে কোনও নতুনত্ব নেই। আসল চমক তার পরের অধ্যায়ে। শুধু মহাকাশ ভ্রমণই নয়। সমকামী এই দম্পতির স্বপ্ন মহাকাশে উদ্দাম যৌনতার। আর সেই লক্ষ্যেই পথ চলা শুরু করে দিয়েছেন তাঁরা। পেশায় ক্যাম মডেল দম্পতি মহাকাশ ভ্রমণের খরচ তোলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। তাঁদের ইচ্ছের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের ভক্তরা।