দিল্লির প্রস্তাবে সবুজসঙ্কেত ইমরান সরকারের

author-image
Harmeet
New Update
দিল্লির প্রস্তাবে সবুজসঙ্কেত ইমরান সরকারের


নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ খাদ্য সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে আফগানিস্তান। এই পরিস্থিতির মোকাবিলায় সে দেশে গম পৌঁছে দিয়ে আফগান জনতার পাশে দাঁড়াতে চাইছে ভারত। সূত্রের খবর অনুযায়ী, ভারত থেকে পাঠানো গমের ট্রাক আফগানিস্তানে পৌঁছে দিতে পাকিস্তানের সড়কপথ ব্যবহার করার অনুমতি চেয়েছিল ভারত সরকার। বেশ কিছু দিন ফাইলবন্দি রাখার পরে অবশেষে আজ সেই প্রস্তাবে সবুজসঙ্কেত দিয়েছে ইমরান খানের সরকার।