নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৫ নভেম্বর সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণবার্ষিকী। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৪ নভেম্বর নিজের প্রথম সিরিজ ‘টিকটিকি’র শ্যুট শুরু করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুরুলিয়ায় টানা ১৪ দিন চলবে শ্যুটিং। পরিচালকের সফরসঙ্গী কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। এঁরাই সিরিজের দুই মুখ্য চরিত্রে। প্রয়াত কিংবদন্তী অভিনেতার একটি নাট্যচরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন কৌশিক।