New Update
/anm-bengali/media/post_banners/Pja2yCXz07bxVk62zuef.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারে প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনে-কে শুভেচ্ছা জানালেন। এদিন মাহেলা আইসিসি ক্রিকেট হল অফ ফেম-এর নব প্রবর্তক হিসাবে ঘোষিত হলেন। এই জন্য সাঙ্গাকারা এদিন সামাজিক মাধ্যমে লেখেন, "অনেক শুভেচ্ছা মাহেলা জয়বর্ধনে। তোমার এই যাত্রায় আরও নাম যশ আসুক। আরও এগিয়ে চলো তুমি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us