New Update
/anm-bengali/media/post_banners/Iwz0bFZyqbGyr5IaQesF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাংলার দরজায় আইএসএল করাঘাত করছে। কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে এই খেলা। ১৯শে নভেম্বর উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান নামবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। আর ২১ তারিখে লাল-হলুদ ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে। টানটান উত্তেজনা নিয়ে বাংলা তাকিয়ে দুই সবুজ-মেরুন ও লাল-হলুদের দিকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us