নিজস্ব সংবাদদাতাঃ কখনও বাড়ছে, কখনও বা কমছে দেশের করোনা গ্রাফ। গতকালের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমল করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, কোনও ভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মৃত্যুকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।