অবৈধ কয়লা সমেত আটক কয়েকজন

author-image
Harmeet
New Update
অবৈধ কয়লা সমেত আটক কয়েকজন

রাহুল পাসওয়ান, আসানসোল : অবৈধ কয়লা কারবার নিয়ে যখন সি বি আই ও ইডির অভিযান একের পরে এক কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার কিন্তু তাও এই অবৈধ কয়লা কারবার বন্ধ হয়নি! উঠছে প্রশ্ন!শুক্রবার সকালে কুলটি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে বিসীসীএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির বড়ীরা এলাকা থেকে বেশ কয়েকটিঅবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মজুত থাকা অবৈধ কয়লা কুলটি থানার পুলিশ আটক করে। বেশ কয়েক টন অবৈধ কয়লা আটক করা হয়। একই সাথে কয়েকজন কে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর!