নিজস্ব সংবাদদাতাঃ মাত্র দু’তিন বছর হল কিয়া সেলটস ভারতের বাজারে এসেছে। ভারতে এটাই ছিল কিয়া-র প্রথম গাড়ি। সেই সময়ে অনেকেই ভেবেছিলেন যে ভারতে গাড়ির কোম্পানিগুলোর যেরকম একচেটিয়া বিক্রি, তাতে নতুন এই কোম্পানির পক্ষে বাজার তৈরি করা সম্ভব হবে না সেভাবে। তবে সেই সমস্ত চিন্তা ভাবনাতে জল ঢেলে দিল কিয়া সেলটস। গত অক্টোবরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV-র মধ্যে শীর্ষস্থান পেল এই গাড়ি। এই নিয়ে চলতি বছর ২ বার বেস্ট সেলিং গাড়ি হল কিয়া সেলটস।