পরপর তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

author-image
Harmeet
New Update
পরপর তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে সেনা অভিযানে নিকেশ তিন জঙ্গি। শুক্রবার সকালে কাশ্মীরে  দুটি পৃথক জায়গায় অভিযানে নেমেছিল সেনাবাহিনী । কুলগাম ও শ্রীনরে সেই অভিযানে মোট ৩ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই চলছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। জানা গিয়েছে, আমির রিয়াজ নামে এক জঙ্গির মৃত্যু হয়েছে, সে মুজাহিদীন গাজওয়াতুল হিন্দ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য।কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, আমির রিয়াজ নামে ওই জঙ্গি লেথপোরা সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে কুলগাম এনকাউন্টারে আরও ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হিজবুল মুজাহিদীনের জেলা কমান্ডার শিরাজ মোলভি। আর ১ মৃত জঙ্গির নাম ইওয়ার ভাট। পুলিশ আরও জানিয়েছে, শিরাজ মোলভি কাশ্মীরে একাধিক হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ছিল।