এখন নীরজ-এর নজর কোন দিকে জানেন?

author-image
Harmeet
New Update
এখন নীরজ-এর নজর কোন দিকে জানেন?


নিজস্ব সংবাদদাতাঃ এখনই বায়োপিক নয়, অলিম্পিকে ফোকাস নীরজ চোপড়ার। টোকিও গেমসে জ্যাভলিন (Javelin) থেকে সোনা এনেছেন নীরজ। এবারে প্যারিস গেমসেও সেই লক্ষ্যে নামতে চান সোনার ছেলে নীরজ। আর তাই এখনই নিজের বায়োপিক নিয়ে ভাবতে চান না তিনি।