New Update
/anm-bengali/media/post_banners/emtkFhhaZxpdB75yJpQj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রলিয়া। বিজয়ী দল খেতাবি লড়াইয়ে মাঠে নামবে কিউয়িদের বিরুদ্ধে। ড্যামিয়েন মার্টিনের মতো প্রাক্তন তারকা এক্ষেত্রে বাজি ধরছেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা মনে করছেন, সেমিফাইনালে জিতবে পাকিস্তান। তিনি সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সেমিফাইনালের সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। অস্ট্রেলিয়াকে খাটো না করেও পাকিস্তানের হয়ে বাজি ধরেন লারা। বৃহস্পতিবার লারা ট্যুইট করেন, ‘অস্ট্রিলিয়া খুবই বিপজ্জনক দল। ওদের হাতে শক্তিশালী লাইনআপ রয়েছে এবং ওরা যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। তবে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ে ওদের আটকে রেখে ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us