New Update
/anm-bengali/media/post_banners/DCAmGeiDbUZnrRwmpwRy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আন্দোলনের বর্ষপূর্তিতে 'পার্লামেন্ট ঘেরাও' অভিযান চালাবে কৃষকরা! আগামী ২৬ নভেম্বর কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম বার্ষিকীতে হরিয়ানার কৃষক ইউনিয়নগুলির দিল্লির দিকে মিছিল করার এবং অনির্দিষ্টকালের জন্য সংসদ ঘেরাও করার প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে সৌম্যকিষাণ মোর্চা (এসকেএম) বলে শোনা যাচ্ছে। কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দানকারী ৪০টি কৃষক ইউনিয়নের একটি দল সৌম্যক্ত কিষাণ মোড়ের (এসকেএম) শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মঙ্গলবার বৈঠকে বসবে। উল্লেখ্য, বিগত ১১ মাস ধরে কৃষকদের জন্য বিক্ষোভের জায়গা টিকরি এবং গাজিপুরের সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের একটাই দাবি, বাতিল করতে হবে তিনটি কৃষি আইন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us