তামিলনাড়ুর সমাজ সংস্কারক কৃষ্ণম্মল জগন্নাথন পদ্মভূষণে ভূষিত হলেন

author-image
Harmeet
New Update
তামিলনাড়ুর সমাজ সংস্কারক কৃষ্ণম্মল জগন্নাথন পদ্মভূষণে ভূষিত হলেন

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সমাজকর্মী কৃষ্ণম্মল জগন্নাথনকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করেছেন, যিনি সামাজিক সাম্য ও ক্ষমতায়নের জন্য মহাত্মা গান্ধী এবং বিনোবা ভাবের পাশাপাশি কাজ করেছিলেন।
'রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার সামাজিক কাজ চালিয়ে যাওয়া এবং দরিদ্র মানুষের উন্নতি করা আমার জন্য একটি দুর্দান্ত উৎসাহ যোগাল এই পুরষ্কার': পদ্মভূষণ পুরষ্কার পেয়ে সমাজকর্মী কৃষ্ণম্মল জগন্নাথন বলেন।