/anm-bengali/media/post_banners/cC9NMHWQoQagjBWSl67t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জীবনশৈলির অন্যতম অংশ হলেও, সেক্স এখনো সমাজের অনেক মানুষের কাছে কানে কানে বলা একটি শব্দবন্ধ৷ আর যে বিষয় নিয়ে যত রাখঢাক হবে, তা নিয়ে ভুল ভ্রান্তিও তৈরি বিস্তর, এটাই স্বাভাবিক৷ তাই সেক্স সম্পর্কে কয়েকটি ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করা যাক৷ ভেঙে যাক কিছু গোড়ার গলদ৷ সেক্স করলেই অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন একজন মহিলা৷ অনেকেরই ধারণা৷ কিন্তু এটা ভুল৷ আসলে স্পার্ম বা শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন না-হলে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও কারণ নেই৷ তাও নির্ভর করে কোনও পুরুষের স্পার্ম কাউন্টের উপর৷ ফলে যৌন মিলিত হলেই গর্ভে একটি প্রাণের সঞ্চার হবে, এমন ভাবা ভুল৷ প্রথমবারেই যৌন মিলনেও অন্তঃসত্ত্বা হতে পারেন৷ এরকম নয় যে, একবারই মিলনে অন্তঃসত্ত্বা হওয়া যায় না৷ওরাল সেক্সে কোনও ভাবে সঙ্গিনীর মুখে শুক্রাণু চলে গেলে, তা পেটেও চলে গেলে কখনওই প্রেগন্যান্সি হয় না৷ সম্ভবই নয়৷ এমনকী ভ্যাজাইনার কাছে শুক্রাণু পড়লেও অন্তঃসত্ত্বা হয় না৷পিরিয়ডের সময় সেক্স করলে বাচ্চা হওয়ার চান্স খুব কম৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us