সেক্স নিয়ে জেনে নিন কিছু অজানা কথা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সেক্স নিয়ে জেনে নিন কিছু অজানা কথা

নিজস্ব সংবাদদাতাঃ জীবনশৈলির অন্যতম অংশ হলেও, সেক্স এখনো সমাজের অনেক মানুষের কাছে কানে কানে বলা একটি শব্দবন্ধ৷ আর যে বিষয় নিয়ে যত রাখঢাক হবে, তা নিয়ে ভুল ভ্রান্তিও তৈরি বিস্তর, এটাই স্বাভাবিক৷ তাই সেক্স সম্পর্কে কয়েকটি ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করা যাক৷ ভেঙে যাক কিছু গোড়ার গলদ৷ সেক্স করলেই অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন একজন মহিলা৷ অনেকেরই ধারণা৷ কিন্ত‌ু এটা ভুল৷ আসলে স্পার্ম বা শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন না-হলে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও কারণ নেই৷ তাও নির্ভর করে কোনও পুরুষের স্পার্ম কাউন্টের উপর৷ ফলে যৌন মিলিত হলেই গর্ভে একটি প্রাণের সঞ্চার হবে, এমন ভাবা ভুল৷ প্রথমবারেই যৌন মিলনেও অন্তঃসত্ত্বা হতে পারেন৷ এরকম নয় যে, একবারই মিলনে অন্তঃসত্ত্বা হওয়া যায় না৷ওরাল সেক্সে কোনও ভাবে সঙ্গিনীর মুখে শুক্রাণু চলে গেলে, তা পেটেও চলে গেলে কখনওই প্রেগন্যান্সি হয় না৷ সম্ভবই নয়৷ এমনকী ভ্যাজাইনার কাছে শুক্রাণু পড়লেও অন্তঃসত্ত্বা হয় না৷পিরিয়ডের সময় সেক্স করলে বাচ্চা হওয়ার চান্স খুব কম৷