বেগতিক দেখলেই পিল খান? খুব সাবধান!

author-image
Harmeet
New Update
বেগতিক দেখলেই পিল খান? খুব সাবধান!

নিজস্ব সংবাদদাতাঃ অসাবধানে সেক্স হয়ে যেতেই পারে৷ তাই বলে ঘাবড়ে গিয়ে প্রথমেই পিল খেয়ে নেবেন না৷ তাড়াহুড়োয় ডেকে আনতে পারেন আরও বড় বিপদ৷ তার আগে জেনে নিন পিল খেলে কী কী সাইড এফেক্ট হতে পারে৷পিল খেলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়৷ ফলে দুটো পিরিয়ড সাইকেলের মাঝে হঠাৎই ব্লিডিং হতে পারে৷ ৩-৫ দিন পর্যন্ট টানা ব্লিডিং চলতে পারে৷পিল খেলে মাথা ঘোরা, বমির মতো সমস্যা হতে পারে৷ খাবারের সঙ্গে খেলে বা ঘুমের আগে খেলে এই সমস্যা কমতে পারে কিছুটা৷পিল সহ্য না হলে স্তন নরম হয়ে ফুলে উঠতে পারে{ তবে এই সমস্যা কিছুদিনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়৷পিরিয়ডের সময় হরমোনাল চেঞ্জের কারণে অনেকেই মাথা ধরা, মাইগ্রেনের সমস্যায় ভোগেন৷ ঠিক একইভাবে পিল খেলেও মাইগ্রেন হতে পারে৷পিল লিবিডো বা সেক্সের ইচ্ছা কমিয়ে দিতে পারে৷ এই অনীহা যদি ভয়াবহ জায়গায় পৌঁছয়, যৌন জীবনে সমস্যা তৈরি করতে পারে।