নিউজ ডেস্কঃ প্রতিবছর রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিকেও শারদ সম্মানে সম্মানিত করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সোমবার কলকাতা শহরের পুজো কমিটিদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয়। পাশাপাশি ভার্চুয়ালি জেলার শারদ সম্মানের পুরস্কার তুলে দেওয়ার কথা থাকলেও যান্ত্রিক সমস্যার কারনে তা সম্ভব হয়নি। তাই জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্য জেলার পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজো কমিটি- নন্দকুমার স্পোর্টস এন্ড কালচারাল সেন্টার, কন্টাই প্রত্যয়ী গ্রুপ, হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমি, সেরা প্রতিমায়- যুগের যাত্রী, তাম্রলিপ্ত সেবক সংঘ, কাঁথি নবোদয় সংঘ, সেরা মন্ডপে- কন্টাই ইউথ গিল্ড, চৈতন্যপুর নিউ স্টার, মহিষাদল যুব সাংস্কৃতিক সংঘ এছাড়াও সেরা কোভিড স্বাস্থ্যবিধির তালিকায় রয়েছে এগরা জিনকল্যাণ সমিতি, এগরা হসপিটালমোড় সমন্বয় ক্লাব এবং এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজী জেলার শারদ সম্মান প্রাপকদের হাতে ট্রফি, প্রশংসাপত্র ও চেক তুলে দেন।