প্রধানমন্ত্রী হলে যে যে সিদ্ধান্তগুলি রাহুল নেবেন

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী হলে যে যে সিদ্ধান্তগুলি রাহুল নেবেন



নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির এক স্কুলের নৈশভোজে দেখা যায় রাহুল গান্ধী-কে। যে ভিডিও টি তিনি শেয়ার করেছেন নিজের ট্যুইটার থেকে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী হলে তাঁর প্রথম কাজ কী? উত্তরে তিনি বলেন, মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা। পড়ুয়াদের কথা বলতে গিয়ে তিনি বলেন, "যদি আমাকে কেউ প্রশ্ন করেন শিশুদের আমি কোন বিষয় শেখাতে চাই? তাহলে আমি বলব বিনম্রতা। কারণ বিনম্রতা থেকে আসে বোধ।"